সাহসিকতা দেখালেন সাংবাদিক ফয়সল ইসলাম। মাঠ সাংবাদিকদের ভেতরে তিনিই প্রথম যশোরে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেন।
যশোরে ৭ ফেব্রুয়ারি সারাদেশের সাথে একযোগে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দু’দিনে টিকা গ্রহণের তালিকায় মাঠ পর্যায়ের কোন সাংবাদিকের নাম ছিল না। মঙ্গলবার এ তালিকায় যুক্ত হলেন দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম। এদিন দুপুর পৌনে ১২ টায় তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র থেকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দীলিপ কুমার রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডাক্তার আরিফুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, সহকারী সম্পাদক ও খুলনা গেজেট প্রতিনিধি জাহিদ আহমেদ লিটন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, চিফ ফটো সাংবাদিক এম এ মানিক, স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল, ফটো সাংবাদিক নূর ইমাম বাবুলসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন।