খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

সার্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২০ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে কাতারের মাটিতে ফুটবল বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটি দুই দশক আগে এই এশিয়ার মাটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছিল। পেলে-রোনালদোদের দেখানো পথ ধরে এবার নেইমার-রিচার্লিসনরাও বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁতে মরিয়া। সেই লক্ষ্যে আর অল্প কিছুক্ষণ পরেই নেইমাররা বিশ্ব মঞ্চে মাঠে নামছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১ টায় সার্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। গ্রুপ জি এর এই ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ইতোমধ্যে সাজিয়ে ফেলেছেন কোচ তিতে।

কাতারে হেক্সা মিশনের প্রথম ম্যাচে ব্রাজিলের দলে চমক নেই বললেই চলে। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। তবে মধুর সমস্যা হতে পারে, তারকায় ভরপুর দলে কাকে রেখে একাদশে কে জায়গা পাবে তা নিয়ে।

শুরুর একাদশে অবধারিতভাবেই থাকবেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন ফর্মের তুঙ্গে থাকা ভিনিসিয়ুস জুনিয়রও। উইংয়ে তার ওপর প্রান্তে থাকবেন রাফিনিয়া। আর মূল স্ট্রাইকার হিসেবে রিচার্লিসনের ওপর ভরসা রাখবেন কোচ তিতে।

গোলবার সামলানোর জন্য অবধারিতভাবে অ্যালিসন বেকার কোচ তিতের প্রথম পছন্দ। ডিফেন্সে দুই অভিজ্ঞ সেন্টার ব্যাক থিয়াগো সিলভা আর মারকিনিয়োসের সঙ্গে দানিলো আর অ্যালেক্স সান্দ্রো থাকবেন দুই ফুলব্যাকে। তবে দেখার বিষয়, মিডফিল্ডে ক্যাসেমিরোর সঙে লুকাস পাকেতা নাকি ফ্রেডকে রাখেন তিতে।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, অ্যালেক্স সান্দ্রো, লুকাস পাকেতা, ক্যাসেমিরো, রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়াস ও রিচার্লিসন।

ফরমেশন : ৪-২-৩-১

ব্রাজিল কোচ : তিতে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!