খুলনা, বাংলাদেশ | ২১ মাঘ, ১৪৩১ | ৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
  কুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদক সেজানসহ ১০ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মালদ্বীপ ও দুবাই সফরে যা‌চ্ছেন কাল

গে‌জেট ডেস্ক

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ এর মহাসচিব ও ‘ইলেকশন মনিটরিং ফোরাম’ এর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী আগামীকাল ১১ মে মালদ্বীপ ও দুবাই সফরে যাচ্ছেন।

মালদ্বীপের নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের আমন্ত্রণে ৪ দিনের এ সফরে তিনি ‘প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স এসোসিয়েশন মালদ্বীপ’ এর সংবর্ধনা সভায় অংশগ্রহণ করবেন। সফরকালে তিনি মালদ্বীপ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট মারিয়ম মুনা, মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস. এম. আবুল কালাম আজাদ ও মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মালদ্বীপের বিশেষ প্রতিনিধি ও মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা ও মালদ্বীপ নির্বাচন কমিশনের ভাইস-চেয়ারম্যান ইসমাইল হাবিবির সাথে মতবিনিময় করবেন।

ফাউন্ডেশনের মহাসচিব আগামী ১৫ মে দুবাইয়ের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন। তিনি ১৫ মে রাতে শারজায় সার্ক ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সংবর্ধনা সভায় অংশগ্রহণ ও ১৮ মে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ১৯ মে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

উক্ত সফরসূচীতে অন্যান্যের মধ্যে থাকবেন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার ও পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!