পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে তাপমাত্রা কমে গত দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ চলছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে গতদিনের তুলনায় আজ শীত একটু কম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।’
মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত কুয়াশা থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
খুলনা গেজেট/এনএম