খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
খুলনা জেলা পূজা পরিষদের বর্ধিত সভা

‘সাম্য-ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে’

গেজেট ডেস্ক 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ, গত ৫ আগস্টের পর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নির্যতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া গত ১৭ সেপ্টেম্বর দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ, কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের কয়েকটি মন্দিরে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও না দিলে টুকরো টুকরো করে মেরে ফেলার হুমকিদাতাদের চিহ্নিত করে দুর্গাপূজার আগে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

জেলা পূজা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় সদস্য কৃষ্ণ পদ দাশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমান সাহার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন পূজা পরিষদের সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিণ্টু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক অজিত কুমার হালদার, সমাজকল্যাণ সম্পাদক অমর কুমার দাস, ধর্মীয় বিষয়ক সম্পাদক দীপংক ম-ল লিটন, সাংস্কৃতিক সম্পাদক আশিস কুমার সিনহা উৎপল, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মন্ডল, শীতলাবাড়ী মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব দাস, জেলা পূজা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ কুমার হীরা, বিপুল রায় চৌধুরী, অলোক শীল, গণেশ চন্দ্র মন্ডল, মৃণাল কান্তি বিশ্বাস, প্রবীর কুমার রায়, প্রশান্ত কুমার হালদার, মাধুরী মন্ডল, শিলা রানী মন্ডল, দিলীপ কুমার দাস, মেম্বার নিত্যানন্দ রায়, অনামিকা দাস পপি, বিশ্বজিৎ কুমার মন্ডল, সাংবাদিক দিলীপ কুমার বর্মণ, শেখর রঞ্জন দেবনাথ, কৃষ্ণ মেনন রায়, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্ত্তী, শংকর সাহা, সুজন মন্ডল, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী ও সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ, পরিমল কুন্ডু, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর বালা, রূপসা উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি অ্যাড. মণিশংকর নাগ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, সজীব কুমার শীল, ফুলতলা উপজেলা পূজা পরিষদের সভাপতি গৌর হরি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এস রবীন বসু ও অনুপম মিত্র, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি দেবপ্রসাদ সরকার ও সাংবাদিক প্রতাপ ঘোষ, দাকোপ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় মোড়ল, পাইকগাছা উপজেলা ও পৌরসভা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাস ও সভাপতি বাবুরাম মন্ডল, কয়রা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী ও সম্পাদকম-লীর সদস্য বিদেশ রঞ্জন মৃধা, জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মন্ডল, মহিলা নেত্রী জয়ন্তী সাহা, পূর্ণিমা পাল, অঞ্জনা সাহা প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!