জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় ওৎপেতে আছে কিভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াবে। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা চালানোর চেষ্টা করলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এখানে যারা দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টা করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের আমরা সম্মিলিতভাবে দাঁতভাঙ্গা জবাব দেবো। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমরা যদি একসাথে প্রতিবাদ-প্রতিরোধ করি তাহলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শিক নেতৃবৃন্দ পূজা মন্ডপগুলোর নিরাপত্তা প্রদানে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। সাম্প্রদায়িক অপশক্তির সকল চক্রান্ত শক্ত হাতে প্রতিহত করতে সরকার প্রস্তুত আছে। যারা মনে করেছে সাম্প্রদায়িক হামলা করে পার পেয়ে যাবে তাদের হুশিয়ার করে তিনি বলেন বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই, আর যারা সাম্প্রদায়িক সহিংসতা করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নগরীর আর্য ধর্মসভা মন্দিরের পূজা মন্ডপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, ইউসুফ আলী খান, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর রোজী ইসলাম নদী, মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, আবুল কালাম আজাদ, শিল্পী হাওলাদার, পূজা উদযাপন কমিটির নেতা ডা. পরিতোষ, মহাদেব বসু, জনি বসু, সুকুমার সাহা, লিটন সাহা, গোপার সাহা, নৃপেন্দ্র নাথ বৈরাগী, অনীল কৃষ্ণ রায়, বিধিভূষন সাহা প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ নগরীর শিববাড়ী শ্রী শ্রী কালী মন্দির, বয়রা পূজাখোলা মন্দির ও বয়রা শ্মশানঘাট সার্বজনীন পূজা মন্দিরে পূজা উৎসবের উদ্বোধন করেন। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি