খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ইন্টার্ন চিকিৎসক আখিঁর আত্নহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে

সামেকে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ইন্টার্ণ চিকিৎসক অপরাজিতা রায় আখিঁর আত্নহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের ন্যায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) সকাল থেকে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নিচতলায় তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় অপরাজিতা রায় আখির শ^শুর সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে আগামী তিনদিনের মধ্যে বদলির জোর দাবী জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রায়হান কবির, আলিফুল ইসলাম দ্বীপ, সামিয়ান বিন ইমু, প্রিস্ন সাহাসহ অন্যান্যরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকে আখিঁর স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণে তিনি গত কয়েকদিন আগে তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান। একপর্যায়ে গত ১৩ জুলাই বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

এদিকে এখবর ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রোববার থেকে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধসহ নানা কর্মসুচি পালন করে আসছেন। এসময় তারা অভিযোগ করে বলেন, আখিঁর স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্নহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্নখাতে প্রচারের চেষ্টা করছেন।
তারা আরো বলেন, আখিঁ মৃত্যুর আগে তার বিভিন্ন সোসাইড নোট থেকে জানা গেছে তার শ^শুর বাড়ির লোকজন তাকে মানসিকভাবে টর্চারসহ আত্নহত্যায় প্ররোচনা করেছেন। এসময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তিসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের এখান থেকে বদলির জোর দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!