খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন হিসেবে আগামী ৪ মার্চ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিনদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়েরই গ্রাজুয়েট। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০-এর ২৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য তাঁকে ডিন এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান খুলনা জিলা স্কুল থেকে ১৯৯৫ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৯৯ সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এখান থেকে ২০০৪ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করে ২০০৫ সালের জুলাই মাসে এই বিশ্ববিদ্যালয়েই প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৮ সালে মাস্টার্স করার জন্য নেদারল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকে ২০১০ সালে ফিরে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান এবং একই বছর পিএইচডির জন্য জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ এ যোগ দেন। ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি এ্যাওয়ার্ডেড হন এবং জাপান থেকে ফিরে ২০১৭ সালের জানুয়ারি মাসে অধ্যাপক হিসেবে যোগদান করেন।
প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
খুলনা গেজেট/এনএম