খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সাভারে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

গেজেট ডেস্ক 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ওই মহাসড়কের ময়লা মোড়ের শ্যামলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের বলিয়ারপুরের মরহুম হাজী শাহামতের ছেলে নাজিম উদ্দিন (৭০), একই গ্রামের মরহুম আলেক ব্যাপারীর ছেলে মজিবুর রহমান (৫৫) ও বনগাঁওয়ের মরহুম হাবিবুল্লার ছেলে মো. ইব্রাহীম (৫২)।

এ ঘটনায় আহত বলিয়ারপুরের মোহাম্মদ আব্দুল জলিল ও মোহাম্মদ শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।’

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!