খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী শনিবার

গেজেট ডেস্ক

শনিবার (২৭ জুলাই)  খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস এম মোস্তফা রশিদকে সুজা-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ৯টায় টুটপাড়ায় কবর জিয়ারত, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং কোরআন খানি, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা। এসব কর্মসূচিতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা, উপজেলা ও ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর ও চেয়ারম্যানকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।

প্রসঙ্গত: ২৭ জুলাই ২০১৮ সালে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!