বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আটক করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে রাজধানীর উত্তরা থেকে রোববার ভোররাতে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের ডিবি পুলিশ।
খুলনা গেজেট/এনএম