খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলী’র ৭ম মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত, বার বার নির্বাচিত সংসদ সদস‌্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ম মৃত্যুবার্ষিকী কাল ৭ জুন। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।

জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন।

‘শেখ রাজ্জাক আলী স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদা আলী এক বিবৃতিতে দেশবাসীর নিকট মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন।

এ্যাড. শেখ রাজ্জাক আলী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খুলনা লায়ন্স ক্লাবের আয়োজনে জি-২ কেডিএ এভিনিউস্থ খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু পরীক্ষা, চোখের পাওয়ার দেখা ও প্রেসক্রিপশন দেয়া হবে। ৮ তারিখ নির্বাচিত রোগীদের চোখের ছানি অপারেশন এবং ৯ তারিখ অপারেশন রোগীদের চোখের চশমা ও ফ্রি ঔষধ প্রদান করা হবে।

এছাড়া খুলনা সিটি ল’ কলেজে বাদ আছর মিলাদ এবং পাইকগাছার হেতেমপুর নিজ গ্রামে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!