জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলামের ইউনিয়ন ব্যাংক পিএলসির ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার এসব সম্পদ ফ্রিজ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সস্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। এ ছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার লঙ্ঘন করেছেন তিনি। নিয়ম অনুযায়ী, গৃহ ঋণ বাবদ সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ প্রদান করার বিধান থাকলেও তিনি তার নাবালক সন্তান রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের প্রত্যেকের নামে ২ কোটি টাকা করে মোট ৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেন।
পরবর্তী সময়ে এই অর্থ তিনি নিজের নামে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। দুদক মনে করে, অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার শেয়ারসমূহ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা প্রয়োজন।
পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সৌরদীপের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেন।
খুলনা গেজেট/এএজে