খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

সাবেক ভাইস চেয়ারম্যানকে থাপ্পরের ঘটনার তদন্ত করবে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন কর্তৃক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার তদন্ত করবে জেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন এবং সাবেক ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমানকে শুনানীতে অংশগ্রহনের জন্য চিঠি দেওয়া হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শুক্রবার (০৩ মার্চ) সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে সাবেক ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিন তদন্ত করা হবে। এসময় ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমানকে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। একই সাথে বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনের শুনানি গ্রহণ করা হবে। উভয়কে স্বাক্ষি প্রমাণাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!