বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ফেব্রুয়ারি কমিশন থেকে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়। এজন্য ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়। গত ২৩ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ বিতরণের তালিকা চাওয়া হয়েছে।
এর আগে হাবিবুন নাহারের স্বামী তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি বাগেরহাট-৩ আসনে একাধিকবার সংসদ সদস্যও ছিলেন। গত ২১ জানুয়ারি তালুকদার খালেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করে দুদক। ওই সময় দুদক সাবেক মেয়রের সঙ্গে তার স্ত্রী হাবিবুন নাহারের আয়কর বিবরণীসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে।
তালুকদার খালেকের বিরুদ্ধে খুলনা থেকেই রামপাল ও মোংলার উন্নয়ন কাজ তদারিক করতেন। মূলত তালুকদার আবদুল খালেকের অনিয়মের বিষয় তদন্তের জন্য হাবিবুন নাহারের উন্নয়ন বরাদ্দের তথ্য চাওয়া হয়েছে।
দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আবদুল ওয়াদুদ বলেন, বাগেরহাট-৩ আসনে সংসদ সদস্য হিসেবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বরাদ্দ হওয়া টিআর ও কাবিখা প্রকল্পের বছরভিত্তিক বরাদ্দপত্র এবং অনুমোদিত প্রকল্পের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই সময় মোংলা ও রামপাল উপজলোয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরতদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
খুলনা গেজেট/হিমালয়