খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুত্বর আহত আরও ১০
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে
  মধ্যরাতে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সাবমেরিন পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়ার ক্যাবল কাটা পড়ায় দেশে ইন্টারনেটে গতি কমে গেছে।

রোববার(৯ আগস্ট) সকাল ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠাগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম জানান, সাবমেরিন ক্যাবল-২-এর মূল ক্যাবল নয়, পাওয়ার ক্যাবল কাটা পড়েছে। ফলে রিপিটারে বিদ্যুৎ যাচ্ছে না। এজন্য ব্যান্ডউইথ পেতে সমস্যা হচ্ছে। সাবমেরিন ক্যাবল ১ ও আইটিসি দিয়ে কাজ চালানো হচ্ছে। এতে ৪০-৫০ শতাংশ গতি কমে গেছে।

আজকের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ল্যান্ডিং স্টেশন এলাকায় খারাপ আবহাওয়া থাকায় পাওয়ার ক্যাবল মেরামতে সময় লাগছে।

বর্তমানে দেশে ১ হাজার ৭৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। এর অর্ধেকের বেশি আসে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!