খুলনায় ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ ফেব্রæয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন পাবনা জেলার বেড়া গ্রামের নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ইব্রাহীম পরমানিকের ছেলে লুৎফর রহমান (৫০) ও যশোর কতোয়ালী বডডাঙ্গা এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২ )।
মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হানিফ (ওসি তদন্ত, লবনচরা) জানান, ২৮ জানুয়ারি র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সাপের বিষসহ তাদের আটক করে। এ ঘটনায় ঐ দিন র্যাব- ৬ এর ডিএডি জিয়াউল হক বাদী হয়ে লবনচরা থানায় মামলা দায়ের করেন। মামলার অধিকতর তথ্যের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করেন।
তিনি আরো বলেন এ চক্রটি দীর্ঘদিন ধরে সাপের বিষ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। তাদের কাছে আরো বিষ থাকতে পাওে বলে তিনি ধারণা করছেন।
খুলনা গেজেট/কেএম