সাতক্ষীরার তালায় সাপের কামড়ে মুশফিকা খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার(১ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে তালা উপজেলার সুজনশাহ বাজারের কাছে ঢ্যামশাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
সাপের কামড়ে মৃত মুশফিকা খাতুন সাতক্ষীরার তালা উপজেলার ঢ্যামশাখোলা গ্রামের লতিথ সরদারের মেয়ে। তিনি উপজেলার সদরের শহীদ মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মৃতের মামা সেলিম মোড়ল বলেন, মঙ্গলবার রাতে পড়াশোনা শেষ করে ঘুমাতে যায় মুশফিকা। রাত ৩ টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বৈদ্যুতিক সুইচ চালু করার সময় তার হাতে সাপে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতায় কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম জানান, সাপের কামড়ে মুশফিকা নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
খুলনা গেজেট/এমএম