চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।
মৃতের স্বামী আহসান আলী বলেন, সোমবার রাতে কোনো এক সময় সাপটা আমার স্ত্রীকে কামড় দেয়। ব্যাথায় ছটফট করলে আমি টের পেয়ে ভোরের দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। দাফনের প্রক্রিয়া চলছে।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর জেনেছি।
খুলনা গেজেট/এমএম