খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাধারণ মানুষের মাঝে জেলা যুবলীগের ঈদ উপহার বিতরণ

গেজেট ডেস্ক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে কয়রা উপজেলা সদরের জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন মাধ‌্যমিক বা‌লিকা বিদ্যালয় প্রাঙ্গ‌নে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা~৬ আস‌নের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবলীগের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান শ‌ফিকুল ইসলা‌ম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় আখতারুজ্জামান বাবু বলেন, শেখ হা‌সিনা যখনই রা‌ষ্ট্রিয় ক্ষমতায় আ‌সে তখনই দে‌শের উন্নয়ন হয়, জা‌তির উন্নয়ন হয়, খুলনাসহ দ‌ক্ষিণাঞ্চ‌লের মানুষের ভা‌গ্যের উন্নয়ন হয়। যুবলীগ নেতাকর্মীরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনার উন্নয়‌নের অগ্রযাত্রায় ভূ‌মিকা রা‌খে।
বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর, বিসিবি পরিচালক শেখ সোহেল ভাই গরিব-অসহায় মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে চান। তার পক্ষ থেকেই আমরা সামান্য কিছু ঈদ উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি।
এ সময়ে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগ নেতা মো: হারুন আর র‌শিদ আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবিবউল্লাহ বাহার, র‌বিউল ইসলাম র‌বিন, অ‌্যাড, বারাফাত হো‌সেন, ক‌বির আহ‌মেদ মনা, ও‌লিয়ার রহমান সা‌নি, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাকিয়ার রহমান ওমান,  জেলা শ্রমিক লী‌গে যুগ্ম আহবায়ক মো : কামরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম শাওন, শ‌রিফুল ইসলাম টিংকু, সো‌হেল রানা সৌরভ, আল আ‌মিন ইসলাম,আ‌মিনুল হক বাদল,   যুবলীগ নেতা সা‌দিক মামুন, জা‌হিদুর রহমান মিল্টন, তাপস জোয়দ্দোর , রিয়াজুল ইসলাম রিপন, গ‌নেশ মন্ডল, ইকলাস উ‌দ্দিন লিটন,  রোকনউজ্জামান কাজল, মো. আমিরুল ইসলাম বাবু ইক‌তিয়ার উ‌দ্দিন হি‌রো, মাসুম বিল্লাহ আল আ‌মিন ইসলাম খোকনসহ উপজেলা যুবলীগের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!