খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাধারণ মানুষকে বই পড়াই উৎসাহী করে তুলতে খুলনা ভিন্ন আয়োজন

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষকে বই পড়ায় উৎসাহী করে তুলতে খুলনায় আয়োজিত বুকরোড-২০২৪ এর উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। রবিবার(৫মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে বুকরোড-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাধারণ মানুষকে বই পড়ায় উৎসাহী করে তুলতে স্বেচ্ছাসেবী সংস্থা বুকরোড-খুলনা টীম এ অনুষ্ঠানের আয়োজন করে।

আগ্রহী পাঠকগণ পুরাতন বই জমা প্রদান সাপেক্ষে এখান থেকে পছন্দের নতুন বই সংগ্রহ করতে পারবেন বলে আয়োজকগণ জানান। সিটি মেয়র ব্যতিক্রম ধর্মী এ আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান এবং জ্ঞানার্জনে বই পড়ায় মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বুকরোড-খুলনার সভাপতি আনজু আহম্মেদ, সেক্রেটারী মুনতাসির মামুন, টীম সদস্য জাকিয়া আফরিন, ইকরামুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!