প্রচলিত একটি কথা রয়েছে, সাদা পোশাক পরিধান করলে নাকি মন ভীষণ শান্ত থাকে। এর সত্যতা কতটুকু তা নিয়ে কেউ না ভাবলেও সাদা পোশাক যে মনের ওপর ভীষণ প্রভাব ফেলে তা বলার অপেক্ষা রাখে না। তবে সাদা পোশাক অনেকেই এড়িয়ে যান কেবল খুব দ্রুত নোংরা হয়ে যায় বলে। জেনে নিন সাদা পোশাকের সাধারণ যত্নআত্তি নিয়ে-
★ সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিতে হয়। এতে কাপড়ে ঘামের দাগ পরবে না। যদি দাগ বসেই যায় তাহলে যতই কাচা হোক, সেই দাগ পরে উঠতে চায় না।
★ সুতির সাদা কাপড় ভেজানোর আগে ডিটারজেন্ট পানিতে গুলে নিতে হয়। কাপড়ের ওপর কখনওই সরাসরি ডিটারজেন্ট ঢেলে দেওয়া উচিত নয়। এতে কাপড়ের গুণগত মান নষ্ট হয়।
★সাদা কাপড় সব সময় আলাদা পাত্রে ভেজাতে হবে। রঙিন কাপড় থেকে সাদা কাপড়ে রং লাগার সম্ভাবনা থাকে। আবার অন্য কাপড় থেকে রং না উঠলেও একসঙ্গে কাচলে সাদা কাপড়ের ঔজ্জ্বল্য নষ্ট হয়।
★অনেকে সাদা কাপড় ধবধবে করতে নীল দিয়ে থাকেন। তবে সত্যি হচ্ছে- নীল দিলে সাদা কাপড় ধবধবে হওয়ার পরিবর্তে নীলচে হয়ে যায়। তাও যদি নীল দিতে চান তাহলে তার পরিমাণের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। নীল বেশি পড়লে সাদা কাপড়ের ফাঁকে ফাঁকে নীলচে ছোপ পড়ে যায়। তাই পানিতে নীল মেশানোর পর এর রং আকাশি হয়ে গেলে তবেই তাতে কাপড় দিন। একেবারে গাঢ় নীল রঙে কাপড় দেবেন না।
★সুতির সাদা কাপড় ডিটারজেন্টে অনেক্ষণ ভিজিয়ে রাখা যায়। কিন্তু সাদা সিল্ক, জর্জেট, শিফন, মসলিন কাপড় সূতি কাপড়ের মতো বেশিক্ষণ ভেজানো যায় না।
★সাদা কাপড় সবসময় কড়া রোদে শুকোতে দিতে হয়। না হলে রঙের ঔজ্জ্বল্য ফিরবে না।
খুলনা গেজেট/ এএজে