খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

সাতক্ষীরা-৪ আসনে প্রচারণায় মাঠে নৌকা ও নোঙ্গরের প্রার্থী, বাকি ৫ জনের খবর নেই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে প্রতীক বরাদ্দ পেয়েই জোরদার প্রচারণায় নির্বাচনী মাঠে নেমে পড়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা। তবে প্রতীক পেলেও বাকি পাঁচজন প্রার্থীকে এখনো সেভাবে প্রচারণার মাঠে দেখা যায়নি।

গত ১৮ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ পেয়েই ওই দিন বিকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী হাইস্কুল মাঠ থেকে প্রথম নির্বাচনের জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী আতাউল হক দোলন। একই দিন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা। এরপর থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই দুই প্রার্থী। এ ছাড়া প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে শ্যামনগর ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং চলছে নৌকা ও নোঙ্গর প্রতীকের।

তবে এই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. আসলাম আল মেহেদী সোনালি আঁশ প্রতীক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ডাব প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী শেখ ইকরামুল আম প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান কাচি প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিলেও এদের মধ্যে দুই-একজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও অল্প কিছু সংখ্যক স্থানে লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাদের প্রচারণা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!