সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা গত ১৩ মাসে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৯০ কোটি ১৪ লাখ ৪১ হাজার ১৮০ টাকার বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করেছে। এ সময় ১১৮ চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত বছর ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শুরু হয়। সেই সময় থেকে দু’দেশের সীমান্ত বন্ধ থাকলেও তৎপর ছিল চোরাচালানীরা। কিন্তু সীমান্ত পথে চোরাচালানী, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলো। তাদের ওপর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য নিরবিচ্ছিন্নভাবে পালনের মাধ্যমে বিজিবি সদস্যরা ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও স্বর্ণসহ ৯০ কোটি ১৪ লাখ ৪১ হাজার ১৮০ টাকার বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করে। এ সময় আটক করা হয় ১১৮ চোরাকারবারীকে।
সূত্র আরো জানায়, ২০২০ সালের মার্চ মাসে অভিযানে ১১৭ বোতল মদ, ৭৯৯ বোতল ফেন্সিডিল, ৩০৬ পিস ইয়াবা, ১১ কেজি ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ২০ জন চোরাকারবারীকে। এপ্রিল মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৩ বোতল মদ, ৫৩৯ বোতল ফেন্সিডিল, ২৩৯ পিস ইয়াবা, ২৫.১ কেজি গাঁজা, মে মাসে ৫ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬২৬ বোতল ফেন্সিডিল, ২১৯ পিস ইয়াবা, ৪১ কেজি গাঁজা, জুন মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬ বোতল মদ, ১১৬৪ বোতল ফেন্সিডিল, ৩৯৪ পিস ইয়াবা, ৩৬.১৫ কেজি গাঁজা, জুলাই মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭ বোতল মদ, ১০০৫ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ২২কেজি গাঁজা, আগস্ট মাসে ৬ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৫ বোতল মদ, ৬৪৪ বোতল ফেন্সিডিল, ৮৭ পিস ইয়াবা, ২৯.৩ কেজি গাঁজা, সেপ্টেম্বর মাসে ১০ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৯ বোতল মদ, ১৮৬৫ বোতল ফেন্সিডিল, ৫৮২ পিস ইয়াবা, ৩২.৪ কেজি গাঁজা, অক্টোবর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ২৪৫ বোতল মদ, ১৭৭৬ বোতল ফেন্সিডিল, ৮.৬৭ কেজি গাঁজা, নভেম্বর মাসে ১০জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৭১ বোতল মদ, ১৯২১ বোতল ফেন্সিডিল, ৪৬ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ডিসেম্বর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৮ বোতল মদ, ২০৭৫ বোতল ফেন্সিডিল, ৫৮ পিস ইয়াবা, ৩৮.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া ২০২১ সালের জানুয়ারি মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৫৭ বোতল মদ, ২৭৩০ বোতল ফেন্সিডিল, ১৮.২৬ কেজি গাঁজা, ফেব্রুয়ারি মাসে ১২ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৯ বোতল মদ, ১৩৭৭ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, ১৩.৫ কেজি গাঁজা, মার্চ মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৪০ বোতল মদ, ১৪৩৭ বোতল ফেন্সিডিল, ২৯৬ পিস ইয়াবা, ২৯.৬ কেজি গাঁজা ও এপ্রিল মাসে ৪ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭৮ বোতল মদ, ২৮৩ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা, ২৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ১৪৮টি হীরের আংটি, ১২.১ কেজি স্বর্ণ ও ৩৭ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মাদ আল মাহমুদ জানান, তার অধীনস্থ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। করোনাকালে ৩৩ বিজিবির সদস্যরা গত ১৩ মাসে ১১৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১১১৫ বোতল মদ, ১৮২৪১ বোতল ফেন্সিডিল, ২৭৭৫ পিস ইয়াবা, ৩৩৮.১৩ কেজি গাঁজা ও ১৪৮টি হীরের আংটি, ১২.১ কেজি স্বর্ণ, ৩৭ কেজি রোপ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯০ কোটি ১৪ লাখ ৪১ হাজার ১৮০ টাকা।
খুলনা গেজেট/এনএম