সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে হুন্ডির ৯ লাখ ৬২ হাজার ৬শ’ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার বিকালে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের রাজপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ কবির হোসেন (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা বিকালে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের রাজপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে হুন্ডির ৯ লক্ষ ৬২ হাজার ৬শ’ বাংলাদেশী টাকাসহ কবির হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, (পিবিজিএম, পিএসসি, জি) হুন্ডির ৯ লক্ষ ৬২ হাজার ৬শ’ টাকাসহ কবির হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত হুন্ডির টাকাসহ আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম