সাতক্ষীরা সীমান্তে বিজিবি পৃথক অভিযানের গত এক মাসে প্রায় সাড়ে সাত কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
গত ১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
আটক ভারতীয় মালামালের মধ্যে রয়েছে শাড়ি, বোরকা, ওষুধ, মোবাইল ফোন, কম্বল, প্রসাধন সামগ্রী, আগরবাতি, থ্রি পিস, ইমিটেশনের গহনা ইত্যাদি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন উল্লেখিত বিওপির টহল দলের সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে ৪৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ী, ১ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫৪০ টাকার ভারতীয় ঔষধ, ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন, ১ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় কম্বল, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা রয়েছে। এ সময় চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের তিনটি বাংলাদেশী ট্রাক, ১ কোটি, ৮৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার বস্তা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল রাসায়নিক সার, ১ কোটি টাকা মূল্যের ২৫ হাজার মণ কাঠ ও অন্যান্য মালামালও জব্দ করা হয়।
সূত্র আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ সার জব্দ ও জরিমানা করা হয় এবং পরিবেশের ক্ষতিকারক ইট ভাটায় নিয়ম বহির্ভূতভাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করার দায়ে কাঠ জব্দ ও প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক সোমবার (৩ মার্চ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এনএম