সাতক্ষীরা সরকারি কলেজের পতিত জমিতে সরিষা ও সূর্যমুখির বীজ বপন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে কৃষি সচিব সায়েদুল ইসলাম এসব বীজ বপনের মাধ্যমে সরকারি অব্যাবহৃত পতিত জমিতে চাষাবাদের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, সাতক্ষীরার কৃষি কর্মকর্তা ড. জামালউদ্দীন, কৃষি কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
উদ্বোধনের পরে কৃষি সচিব বলেন, দেশে পতিত জমি অব্যবহৃত রাখা যাবেনা। আমরা কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়ে বিদেশে খাদ্য রপ্তানী করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে অন্যান্য মন্ত্রীদেরও চিঠি পাঠানো হয়েছে। রেল মন্ত্রণালয়ের কথা উল্লেখ করে সায়েদুল ইসলাম বলেন, তাদের বহু পতিত জমি রয়েছে। এছাড়া বিভিন্ন বাহিনী ও কল-কারখানায়ও পতিত জমি রয়েছে। পতিত জমি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিজেদের বাড়ির আঙ্গিনায়ও। সরকারের উদ্দেশ্য হচ্ছে পতিত সকল জমিকে চাষের আওতায় আনা।
পরে কৃষি সচিব শহরের অদূরে মোজাফফর গার্ডেনে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
প্রসঙ্গত,সাতক্ষীরা সরকারি কলেজের পাশে ২৭ বিঘা পতিত জমি রয়েছে। সেই পতিত জমিতে এবার সরিষা ও সূর্য্যমুখি চাষ করা হচ্ছে।
খুলনা গেজেট/ টি আই