খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জমে উঠেছে সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ৩১টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৬০জন প্রার্থী অংশ নিচ্ছেন। এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি প্যানেল দু’টি হচ্ছে সদর উপজেলার ৪৭টি স্কুলের মধ্যে ৩১টি স্কুল থেকে একজন করে নিয়ে বৃহত্তর মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদ। অপরটি হচ্ছে মোমিনুল-আব্দুল্যাহ পরিষদ। তবে ইতোমধ্যে মোমিনুল-আব্দুল্লাহ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব আল মেহেদি এবং সদস্য পদ থেকে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনজুর কাদির প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

নির্বাচনে জয়ের লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন শিক্ষক নেতারা। সোমবার (২২ মার্চ) শিক্ষক নেতারা পলাশপোল হাইস্কুল, লাবসা হাইস্কুল, নবারুন গার্লস হাইস্কুল, কামালনগর উদয়ন গার্লস হাইস্কুল এবং পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহা-সচিব অরূপ কুমার সাহা, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি পদপ্রার্থী শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম প্রমুখ।

সাধারণ শিক্ষকরা জানান, মুজিব বর্ষে শিক্ষা জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছেন মো: মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদ। তাই শিক্ষকদের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিপুল ভোটে মিজানুর রহমান-বিএম শামছুল হক পরিষদের বিজয়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে ৬৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ২৭ মার্চ সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সাতক্ষীরা পিএন হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের সার্বিক দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!