ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১১ জন ভোটারের মধ্যে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে কাজী কবিরুল হাসান বাদশা (আনারস প্রতিক) ৩১৬ ভোট ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম বাবু (হরিণ প্রতিক) ২৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপরদিকে, সভাপতি পদে মোঃ জবেদ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ২২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রওশন আলী (জাহাজ প্রতিক) পেয়েছেন ২৭৯ ভোট।
এছাড়া অন্যান্যদের মধ্যে বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোঃ তুহিন আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান এবং সাধারন সদস্য পদে কবিরুল ইসলাম কবির, মহিদুল ইসলাম ও মোঃ রায়হান গাজী নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা পৌর আ’লীগের সভাপতি শেখ আবু নাসের ও চেম্বার অব কমার্সের সদস্য রুহুল কুদ্দুস।
খুলনা গেজেট/এআইএন