খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব অনুমোদন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। রবিবার রাতে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যগণ, জনপ্রশাসন সচিব এবং বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়া আকস্মিক প্রবল বৃষ্টিপাত ও জোয়ারে সৃষ্ট বন্যা দূর্গত সাতক্ষীরার মানুষের জন্য প্রধানমন্ত্রী ২০০ মে. টন চাল এবং নগদ ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকে সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নাগরিক সামাজের নেতৃবৃন্দ সাতক্ষীরায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছিল।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!