সাতক্ষীরায় বিজিবি সদস্য’র হাতে আটক হওয়া ৯টি বন্যপ্রাণি বন অধিদপ্তরের বন্যপ্রাণি পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে । রোববার (২৩ অক্টোবর) খুলনা বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা বন্যপ্রাণির মধ্যে রয়েছে উল্লুক (বড়) একটি ও উল্লুক (ছোট) একটি এবং কাকাতোয়া পাখি ৭ টি।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে পাচারকালে বিজিবি’র টহলদলের সদস্যরা কর্তৃক এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি উদ্ধারকৃত বন্যপ্রাণি বন অধিদপ্তরের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্য প্রাণিগুলো সংরক্ষণের নিমিত্তে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরন করা হয়।
খুলনা গেজেট/এসজেড