খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরা পৌর মেয়রের চেয়ার নিয়ে টানা-হেঁচড়া চলছেই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার মেয়রের চেয়ার নিয়ে টানা-হেঁচড়া অব্যাহত রয়েছে। প্যানেল মেয়র-১ ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফিরোজ হাসান ইতিমধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব লিয়াকাত হোসেনের নিকট থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন। অপরদিকে নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি স্বপদে বহাল রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই ২০২৩ সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেত চিশতিকে সাতক্ষীরা দায়রা জজ আদালত (সাতক্ষীরা থানার মামলা নং ৫, তারিখ ৩ এপ্রিল ২০২৩ এবং মামলা নং ৬৪, তারিখ ২৮ মে ২০২৩) ক্রিমিনাল মিস ১১০০/২৩ এবং ক্রিমিনাল মিস ১১০১/২৩ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে গত ২ আগস্ট ২০২৩ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র তাজকিন আহমেদ চিশতি গ্রেপ্তার হওয়ায় দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি স্বীয় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত কাজী ফিরোজ হাসানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব অর্পণ করেন। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী কাজী ফিরোজ হাসান গত ৩ আগস্ট ২০২৩ তারিখে সাতক্ষীরা পৌরসভার সচিব লিয়াকাত হোসেনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি জানান, তিনি গত ২৭ জুলাই ২০২৩ তারিখে কারাগার থেকে মুক্তি পান এবং পূর্বের ন্যায় মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন বিদেশে থাকায় আর্থিক কর্মকান্ডকে পরিচালনা করবে এমন নির্দেশনা চেয়ে গত ৩০ জুলাই মেয়র হিসেবে তার স্বাক্ষরিত একটি পত্র সচিব বরাবর পাঠানো হয়। তাছাড়া তিনি যে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সেটা সকলেই অবগত আছেন।

মেয়র তাজকিন আহমেদ চিশতি আরও জানান, প্রজ্ঞাপনে তিনি স্বীয় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব অর্পণের কথা বলা হয়েছে। কিন্তু তিনি ২৭ জুলাই জেল থেকে মুক্ত হওয়ার পর থেকেই দায়িত্ব পালন করে আসছেন সেকারণে প্রজ্ঞাপনটির কার্যকারিতা শুরু হওয়ার পূর্বেই শেষ হয়েছে মর্মে প্রতিয়মান হয়। তিনি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করেছেন বলে জানান।

অপরদিকে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গত ৩ আগস্ট তার উপর সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে। ফের আর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি বাতিল না করা পর্যন্ত পৌরসভার স্বার্থেই তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তিনি নিজে থেকে এ দায়িত্ব নেননি বলে জানান। তিনি বলেন, নির্বাচিত মেয়রের কাছে তিনি দায়িত্ব ছেড়ে দিতে সবসময় প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, এর আগেই একই ধরনের পরিস্থিতির উদ্ভব হলে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি স্বপদে বহল হয়ে তার দায়িত্ব পালনে অব্যাহত রাখেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!