খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি

টেলিভিশন সাংবাদিকতাকে এগিয়ে নিতে আবুল কাসেমকে আহবায়ক ও আমিনা বিলকিস ময়নাকে সদস্যসচিব করে সাতক্ষীরায় টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকালে শহরের পলাশপোলে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই এ্যাসোসিয়েশন গঠন করা হয়।

প্রবীণ সাংবাদিক এনটিভি’র সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, মনিরুল ইসলাম মিনি, এ্যাড. আবুল কালাম আযাদ, সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার শরিফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজ ও ডেইলী অবজারভারের এম জিল্লুর রহমান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সামাদ, চ্যানেল নাইনের কৃষ্ণমোহন ব্যানার্জী, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার সংকট ও সম্ভাবনাকে তুলে ধরতে টেলিভিশন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে দূর্যোগকালিন সময়ে তাদের সরবরাহ করা সবশেষ সংবাদ জনগণের বিশেষ উপকারে আসে। সাতক্ষীরার টেলিভিশন সাংবাদিকতার উৎকর্ষ সাধন ও সাংবাদিকদের বিভিন্ন সংকট সমাধানে ঐক্যবদ্ধ থাকাটা বিশেষ জরুরী।

আলোচনা শেষে ইন্ডিপেন্ডেন্ট টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবুল কাসেমকে আহবায়ক ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে সদস্যসচিব করে ১২ সদস্য বিশিষ্ট সাতক্ষীরায় টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন গঠন করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!