খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
মাঠ ও একাডেমি প্রতিষ্ঠার দাবি

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারের সদস্যদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, এডিএলজি সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাবিনা খাতুনের মা মমতাজ বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক ফিফা রেফরী তৈয়ব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রিন্স, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহা দিবা খান সাথী প্রমুখ।

সংবর্ধিত অতিথি সাবিনা খাতুন বলেন, আমার স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার ফাইনালের ট্রফিটা দেশের মানুষের জন্য এনে দিব। আমার সেই স্বপ্ন পূরন হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণের সময় অন্য দলগুলো আমাদেরকে আন্ডারডগ ভেবেছিল। কিন্তু আমি সব দলগুলোকে সম্মান দেখিয়ে আমার সতীর্থদেরকে উজ্জীবীত করেছি। তাদরেকে সাহস যুগিয়েছি। কোচ আমাদেরকে মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন। পেশাদারিত্বে পিছিয়ে থাকলেও তারুণ্য এবং মানসিক শক্তি নির্ভর দল নিয়ে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে নিয়েছে। অনেক দলই শিরোপা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হলেও বাংলাদেশের খেলোয়াড়দের মনোবলের কাছে পরাজিত হয়েছে।

সাবিনা আরো বলেন, সাতক্ষীরাবাসি এভাবে আমাকে বরণ করে নিবে আমি ভাবতে পারিনি। এটা আনেক বড় একটা সম্মান আমার জন্য। এজন্য আমি সাতক্ষীরাবাসি ও সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি সবসময় চেষ্টা করবো মানুষের এই ভালোবাসা ও হাসি মুখটা দেখার জন্য এবং নিজের ক্যারিয়ার টাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে।

সাবিনা তার বক্তব্যে জেলার উদীয়মান ফুটবল খেলোয়াড়দের জন্য একটি মাঠ এবং একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান। পাশাপাশি খেলোয়াড়দের মানোন্নয়নের জন্য ভালো প্রশিক্ষকের ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাবিনা শুধু সাতক্ষীরার নয় সারা বাংলাদেশের সম্পদ। আমরা সাবিনার পাশে আছি এবং যখন যা প্রয়োজন আমরা তাকে সহযোগিতা করবো। আগামীতে বিভাগীয় পর্যায়ে সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা দেয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

প্রধান অতিথি এমপি রবি বলেন, সাবিনা সম্মিলতভাবে সাফ ফুটবলে দেশকে চ্যাম্পিয়ন করে বাঙালী জাতীকে গর্বিত করেছে। সাবিনা দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আমরা সাতক্ষীরাবসী গর্বিত। এখন সাতক্ষীরাকে নিয়ে আমরা অহংকার করি। সাবিনার খারপ অবস্থার উত্তরণে যা যা করা দরকার আমরা তা করবো। তার পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। একটা মানুষকে তার জীবদ্দশায় সম্মান্বিত করা ভাল উল্লেখ কওে তিনি বলেন, আমরা সবাই মিলে খেলোয়াড়দের উন্নয়নে সহযোগিতা করবো।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনাকে একটি ক্রেস্ট ও নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। একই সাথে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাবিনাকে ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।

ছুটি না পাওয়ার কারণে দলের অন্যতম সদস্য সাতক্ষীরার অপর খেলোয়াড় মাসুরা সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। পরবর্তীতে সাবিনা ও মাসুরা কে নিয়ে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা জানান জেলা প্রশাসক। সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনার মা মমতাজ বেগম ও তার পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর স্ত্রী উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!