খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৩৮ জন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

রাত পার হলেই জেলা পরিষদ নির্বাচন। ৬১ জেলার ন্যায় সোমবার সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচনে ১,০৫৯ জন ভোটার জেলার ১২টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, সাধারন সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জনসহ মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতিক নিয়ে লড়ছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে চিংড়ি মাছ প্রতিক নিয়ে লড়ছেন বিশিষ্ট্য ব্যবসয়াী খলিলুল্লাহ ঝড়ু। শুধু চেয়ারম্যান প্রার্থীরা নন, ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছে সদস্য প্রার্থীরাও। তবে নির্বাচনে জয়ের ব্যাপারে সবাই আশাবাদী হলেও শেষ মুহূর্তে শেষ হাসি কে হাসবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে সোমবার বেলা দুটো পর্যন্ত।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ জানান, নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার ৭টি উপজেলায় ১২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে ১টি, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ১টি ও শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে একটি করে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এছাড়া কলারোয়ায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২টি, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২টি, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ২টি এবং আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে থাকছে ৩টি ভোট কেন্দ্র।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া থাকবে একটি করে মোবাইল টিম। ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত অফিসার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পৌছে গেছেন।
তিনি আরও বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। ভোট গ্রহন চলবে সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!