খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

সাতক্ষীরা ও ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের টাকা পিষ্ট হয়ে ওলিউর রহমান সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার(৯ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ -শ্যামনগর সড়কের রায়পুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ওলিউয়ার রহমান সবুজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের বাবু গাজীর ছেলে।

অপরদিকে ঝিনাইদহে এক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৫ টার দিকে ওলিউর রহমান রায়পুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় শ্যামনগর থেকে ছেড়ে আসা দ্রুতগামী (যশোর-ড ১১-১৩১২) একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় ওলিউর রহমানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব আহমেদ পান্নু জানান, ঘাতক ট্রাকটি পিরোজপুর মোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপরদিকে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পাখিভ্যান উল্টে চালক মনোয়ার হোসেন মনো (৪৫) নিহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে উপজেলার ভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিশপুর গ্রামের করিম কসাইয়ের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি উপজেলার সাতব্রীজ বাজার থেকে নিজের পাখিভ্যানে কাঠবোঝাই দিয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার বলরামপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় তার ভ্যানগাড়িতে আরও চারজন ছিল। দুর্ঘটনাস্থলে একটি ব্রীজ পার হওয়ার সময় সেটি উল্টে তিনি নিহত হন।

শিশির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ব্রীজের ওপরে উঠার সময় ওই পাখিভ্যানটিসহ তিনি পাশের একটি গর্তে পড়ে যান। ভ্যানটি তার ঘাড়ের ওপর পড়ে। এ সময় তিনি মাথা ও ঘাড়ে প্রচন্ত আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ জানান, দুর্ঘটনায় নিহতের মাথা ফেঁটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া তার ঘাড়ের একটি হাড়ও ভেঙে গেছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!