খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা আইনজীবী ঐক্য পরিষদে সালাহ উদ্দিন আহবায়ক মজিদ সদস্য সচিব

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ গঠন হয়েছে। রবিবার (২১ মার্চ) জেলা আইনজীবী সমিতির ২য় তলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ্যাডঃ স.ম সালাহ উদ্দিনকে আহবায়ক ও এ্যাডঃ মোঃ আব্দুল মজিদকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ এস,এম, হায়দার এর সভাপতিত্বে ও এ্যাডঃ খায়রুল বদিউজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ্যাডঃ স.ম. সালাহ উদ্দিন, এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, পিপি এ্যাডঃ আব্দুল লতিফ, জিপি এ্যাডঃ সম্ভু নাথ সিং, এ্যাডঃ শেখ নিজাম উদ্দিন, এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ সৈয়দ একলেছার আলী বাচ্চু, এ্যাডঃ এ,বি,এম, সেলিম, এ্যাডঃ শেখ জুলফিকার আলম, এ্যাডঃ মোঃ আকবর আলী, এ্যাডঃ মোঃ ওকালত আলী, এ্যাডঃ জহুরুল হক, এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমীন, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ সোহরাব হোসাইন, এ্যাডঃ সেলিনা আক্তার শেলী প্রমুখ।

সভায় বক্তারা বিগত ২ বছরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে বাজেট বহিভুত, সম্পুরক বাজেট বহিভুত এবং গঠনতন্ত্র অমান্য করে উন্নয়ন ও সংস্কারের নামে যে সকল অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সকল বিষয়ে আইনজীবী সমিতির সাবেক সভাপতিদের সমন্নয়ে এবং উচ্চপদস্থ সরকারী অডিট অফিসারদের মাধ্যমে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবী জানান। কোন সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া আইনজীবীদের মার পিট ও লাঞ্চিত করার প্রতিবাদ ও বিচার দাবী করেন।

বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সিনিয়র আইনজীবীদের পরামর্শক্রমে নবনির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ্যাডঃ স.ম সালাহ উদ্দিনকে আহবায়ক ও এ্যাডঃ মোঃ আব্দুল মজিদকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ গঠন করা হয়। অতি দ্রুত আলাপ আলোচনাঅন্তে আগামী সভায় পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সাথে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে তদারকি করার জন্য একটি উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, এ্যাডঃ মোঃ আলাউদ্দিন আহম্মেদ, এ্যাডঃ মোঃ গোলাম মোস্তফা, এ্যাডঃ জি,এম, আবু বক্কর সিদ্দিক, এ্যাডঃ এ, কে, এম, শহিদুল্লাহ, এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, এ্যাডঃ মোঃ লুৎফর রহমান, এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ ও এ্যাডঃ সম্ভুনাথ সিং।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!