খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাতক্ষীরায় ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমানস ৩২ জামায়াত-শিবির, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ( ৩১ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে আটক নেতা-কর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরায় আটককৃতদের মধ্যে রয়েছেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান, কলারোয়র লোহাকুড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জেলা ছাত্রদলের সহ সভাপতি সাজিদুর রহমান সবুজ (৩২), পৌরসভাধীন ঝিকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীমুর রহমান দোয়েল (৩৫), গোপিনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি জিএম তিতুমীর (২৮), মুরারীকাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২৫), সদর উপজেলার কাটিয়া মাঠপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসান (৩০), গোবিন্দকাটি গ্রামের মৃত আাজিজুল হকের ছেলে ছাত্রদল নেতা ফরহাদ হোসেন (৩০) সহ মোট ৩২ জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই সোমবার ভোর সাড়ে ৬টার দিকে আমতলা এলাকায় বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করছিলো। পরে গোপনসূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!