খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে ভোটের যাত্রা শুরু করবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষনা করা হবে খুর শিঘ্রেই। জাতীয় এই নির্বাচনকে সামনে রেখে একের পর এক বড় বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার। এরই ধারাবহিকতায় আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনায় অনুষ্ঠিত আওয়ামীগ আয়োজিত মহাসমাবেশ থেকে ভার্চুয়ালি কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাতক্ষীরায় ৩২১ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ১৩ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত আওয়ামীগের জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন। আগামী ১৪ নভেম্বর ৩২১ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন হতে যাওয়া ৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ২টি প্রকল্প হচ্ছে, সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন কপোতাক্ষ নদের উপর ৯ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কর্তৃক বাস্তবায়িত ৩টি প্রকল্প হলো ১২৩ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, ৮৭ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন ও ৫ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।

অপরদিকে, গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়িত ২টি প্রকল্প হচ্ছে, ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস ভবন নির্মাণ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২৪ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিক। বাকি ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন। তারা ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যান্সারের রোগীদের জন্য তৈরি করেছে ইসমাস।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা কালিগঞ্জের বসন্তপুরের নৌ-বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মহাসমাবেশ থেকে ভার্চুয়ালি কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন এবং ১৪ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৩২১ কোটি টাকা ব্যয়সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!