সাতক্ষীরার কালিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী এই বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ২০০জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এ হোসেন