সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা সরকারী ফি দিয়ে চাকুরী পেয়েছেন ৪৯ জন প্রার্থী। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত ১ টার দিকে নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী পুলিশ লাইনস ড্রিল সেডে এ চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মীর আবিদুর রহমানসহ কনস্টেবল পদের প্রার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে শাররীিিরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৭৬৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর লিখিত পরীক্ষা থেকে ২৫১ জন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে ৪৯ জনকে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত করেন সাতক্ষীরা জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
এ সময় চুড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থীরা ও তাদের অভিভাবকগণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকায় নিয়োগের জন্য মনোনীত হওয়ায় তারা নিয়োগবোর্ড এর সকল সদস্যকে বিশেষ করে সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী এ সময় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিতের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
খুলনা গেজেট/কেডি