খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় ১০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাচালানী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে ভোমরা ও কলারোয়া সীমান্ত এলাকা থেকে ১০পিস স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকালে পুলিশ কলারোয়া পাঁচপোতা এলাকা থেকে চার পিচ স্বর্ণের বরাহ একজনকে ও রাতে ভোমরা সীমান্ত থেকে ৬পিচ স্বর্ণের বার অপর একজনকে গ্রেপ্তার করে বিজিবি।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মোঃ রইস উদ্দীন মোড়লের ছেলে মোঃ রবিউল ইসলাম মোড়ল (৬০) এবং কলারোয়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শামছুল হকের ছেলে আসলাম হোসেন (৫২)।
পুলিশ জানায়, স্বর্ণের একটি চালান বাংলাদেশে থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকালে কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের হাবিল চেয়ারম্যানের বাড়ির পাশে আমবাগানের কাছে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। বিকাল ৫টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সাইকেল চালক আসলাম হোসেনকে থামতে বলে। এসময় সে সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ ৯৯ হাজার ৯৩৭ টাকা। এঘটনায় তানায় একটি মামলা হয়েছে।

এদিকে বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপি’র নায়েক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বুধবার রাতে ভোমরা আইসিপির ফলমোড় এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করে। পরে তার তল্লাশী করে কোমরে পেঁচানো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৩৭ গ্রাম ৬৫০ মিলি গ্রাম। যার মূল্য ৯৬ লাখ ১ হাজার ৭৬৬টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় মামলা ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!