সাতক্ষীরার পাটকেলঘাটায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার কওে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের নাম মনিরুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। মনিরুল কুমিরা মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
নিহতের ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, মনিরুল ইসলাম বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোটর সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পতিমধ্যে রাত ৮টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী নামক স্থানে পৌছালে সময় বিপরীত দিক থেকে আসা মদনপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আলআমিনের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জনই আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনিরুলের মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট /এমএম