খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সাতক্ষীরায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠানের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের অংশ হিসাবে রবিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে সকলের সহযোগিতা রয়েছে। কর্ণফুলি ট্যানেল, পদ্মাসেতু, পায়রা সমূদ্র বন্দর যা এক সময় আমাদের জন্য অবাস্তব ও স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়ন হয়েছে। এছাড়া দেশে আরো বড় বড় মেঘা প্রকল্প চলমান আছে। জনগণের পাশে সব সময় বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। আজ বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়ে আমরাই একদিন পৃথিবীর নেতৃত্ব দেব ইনশাল্লাহ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা শেষে উন্নয়ন মেলার ২৬টি স্টল ঘুরে ঘুরে দেখেন এমপি রবি। এসময় জেলার সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!