সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন পরবাসী। সোমবার (২৮ আগস্ট) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সমগ্র বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে তখন সাতক্ষীরা পৌরসভা পিছিয়ে যাচ্ছে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান তলানিতে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে নেই সুপেয় পানির ব্যবস্থা, নেই ড্রেনেজ ব্যবস্থা। পৌর সভার অধিকাংশ সড়ক বাতিগুলোও এখন জ্বলছে না। বক্তারা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি জানান।
মানববন্ধনে নাগরিক নেতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেফর আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংবাদিক আহসান রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎস্না দত্ত, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান, ইয়েস সদস্য মনিরুল ইসলাম, আশ্রয়নের নির্বাহী পরিচালক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ প্রমুখ।
খুলনা গেজেট/এনএম