খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা ও ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন-কে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে ৩ লক্ষ টাকা ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

সংবর্ধনা পেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমার জন্মভুমির মানুষের কাছ থেকে উৎসাহ পেয়ে খুবই ভালো লাগছে। কখনও ভাবেনি মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পাবো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা দোয়া করবেন, আমরা যেনো বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জল করতে পারি। আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। ডিফেন্ডার মাসুরা পারভীন এ সময় বলেন, ভালো লাগার যেন শেষ নেই। মাটির মানুষের কাছ থেকে এতো ভালোবাসা, উৎসাহ পাবো ভাবতে পারিনি কখনও।

প্রধান অতিথি এমপি রবি বলেন, সাবিনা ও মাসুরা সাতক্ষীরার গর্ব, তারা আমাদের হৃদয়ে থাকবে। সাতক্ষীরার মাটি খুবই পবিত্র উল্লেখ করে তিনি আরও বলেন, জেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে সাতক্ষীরা স্টেডিয়ামে উন্নতমানের গ্যালারী নির্মাণ করা হবে। স্টেডিয়ামকে সার্বক্ষণিক খেলা-ধূলার উপযোগী করতে ও স্টেডিয়ামের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!