সাতক্ষীরায় সর্প দংশনের ১৩ দিন পর আহত এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জুন) ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ২১ মে বেলা ১১ টার দিকে বাড়িতে মুরগীর ফার্মে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে।
সর্প দংশনে নিহত যুবকের নাম মোঃ হাবিবুর রহমান (৩৪)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীনের ছেলে।
নিহতের বড় ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই হাবিবুর রহমান একটি মুরগির ফার্ম তদারকি করতেন। গত ২১ মে বেলা ১১ টার সময় ফার্মে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। এসময় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে শহরের সিবি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৩ টার দিকে সে মারা যায়।
খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন সর্প দংশনে হাবিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুরকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।
জোহর নামাজের পর হাজরাপাড়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা গেজেট/এনএম