বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য অপসারন ও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলার জন্য একটি সাম্প্রদায়িক ধর্মীয় সংগঠনের দাবীর প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখা।
জোটের সাতক্ষীরা জেলার সভাপতি আবু আফ্ফান রোজবাবু’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লেখক জহুরুল হক নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলার অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক কবি সায়েম ফেরদৌস মিতুল, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যে ব্যক্তি দেশে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা শিক্ষার অনুমোদন দেয়েছেন সেই ব্যক্তি জাতির জনকের ভাষ্কর্য ধর্মীয় সংগঠন কিভাবে অপসারণের কথা চিন্তা করে। বক্তারা সাম্প্রদায়িক ধর্মীয় সংগঠনের দাবীর তীব্র প্রতিবাদ জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার এই মানববন্ধন অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে ব্যানারসহ অংশগ্রহণ করে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা জেলা শাখা ও ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’ সাতক্ষীরা জেলা শাখা। অনুষ্ঠিানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।
খুলনা গেজেট/ এ হোসেন