সাতক্ষীরায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা মোড় এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মাহমুদুল আলম বিবিসি, মন্টু, মিজান, রাজা ও রুবেল এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। এরা দীর্ঘদিন যাবত শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবস করে তরুণ শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে। তাদের কারণে অনেক শ্রমিকের পরিবার আজ পথে বসার উপক্রম হয়েছে। বন্ধ হতে বসেছে তাদের সন্তানদের লেখাপড়া। বক্তারা উল্লেখিতদেরসহ সাতক্ষীরা ক্রেন্দীয় বাস টাির্মনাল এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ বিএম শহিদুল