শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বাধীনতা সংগ্রামে শহিদ সকল বুদ্ধিজীবিদের প্রতি পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেয় অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু প্রমুখ।
এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে প্রথম প্রহর সাতক্ষীরা সরকারি কলেজ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ১৪ই ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সাতক্ষীরা সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, জেলা ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোওয়ার হোসেন রিপন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা খন্দকার তৌকির রহমান প্রমুখ।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে।
আমরা গভীর শ্রদ্ধার সাথে জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খুলনা গেজেট/ এএজে